বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ সম্পর্কে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়ে থাকে। শুধু চাকরি, একাডেমি কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নয় এমন অনেক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে যাতে কেবল বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। এ স্বাধীন বাংলাদেশের রূপকার।
তাই বঙ্গবন্ধু সম্পর্কে জানতে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা গুলো কে আরও সহজ করে তুলতে, আমরা বঙ্গবন্ধু সম্পর্কে কিছু প্রশ্ন-উত্তর সংযুক্ত করেছে যেগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে।
শেখ মুজিবুর রহমানের জন্ম পরিচয়
শেখ মুজিবুর রহমান ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ই মার্চ (৩রা চৈত্র, ১৩২৭ বঙ্গাব্দ) রাত ৮টায় তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার,পাটগাতি ইউনিয়নের বাইগার নদীতীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শেখ মুজিবুর রহমান শেখ বংশে জন্মগ্রহণ করেন।
শেখ মুজিবের বাবা শেখ লুৎফুর রহমান, যিনি গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার (যিনি আদালতের হিসাব সংরক্ষণ করেন) ছিলেন, এবং মায়ের নাম সায়েরা খাতুন।
চার কন্যা এবং দুই পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাম ফাতেমা বেগম, মেজ বোন আছিয়া বেগম, সেজ বোন হেলেন ও ছোট বোন লাইলী এবং তার ছোট ভাইয়ের নাম শেখ আবু নাসের।
চার কন্যা এবং দুই পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাম ফাতেমা বেগম, মেজ বোন আছিয়া বেগম, সেজ বোন হেলেন ও ছোট বোন লাইলী এবং তার ছোট ভাইয়ের নাম শেখ আবু নাসের।
“শেখ মুজিবুর রহমান” নামকরণটি করেন তার নানা শেখ আবদুল মজিদ। শেখ মুজিবুরের ছোটবেলার ডাকনাম ছিল “খোকা”।
সংক্ষিপ্তাকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
শেখ মুজিব বা মুজিব, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বাঙালির অধিকার রক্ষায় ব্রিটিশ ভারত থেকে ভারত বিভাজন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেছেন।
- তিনি আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
 
পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে মুজিবকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্ব দেওয়া হয় এবং পাশাপাশি প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি হিসেবেও বিবেচনা করা হয়।
- এসকল কারণে, তাকে বাংলাদেশের “জাতির জনক” বা “জাতির পিতা” হিসেবে গণ্য করা হয়।
 
জনসাধারণের কাছে তিনি “বঙ্গবন্ধু”, “শেখ মুজিব” এবং “শেখ সাহেব” নামেই অধিক পরিচিত ছিলেন। তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী।
ছোটবেলা থেকেই তিনি মানুষের প্রতি সহমর্মী স্বভাবের ছিলেন। দুর্ভিক্ষের সময় নিজের গোলা থেকে ধান বিতরণ করতেন। সমিতি করে অন্যদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ করে গরিব ছাত্রদের মধ্যে বিলি করতেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে?
ম্যাট্রিক, আইএ ও বিএ পাস করেন কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে?
বঙ্গবন্ধু সম্পর্কে সাধারণ জ্ঞান
- ১. বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন?
 
- ২. বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়?
 
- ৩. বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়?
 
- ৪. বঙ্গবন্ধু কবে সরাসরি রাজনীতিতে জড়িয়ে পড়েন?
 
- ৫. বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন?
 
- ৬. বঙ্গবন্ধুর মাতার নাম কি?
 
- ৭. বঙ্গবন্ধুর পিতার নাম কি?
 
- ৮. বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন?
 
- ৯. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
 
- ১০. বঙ্গবন্ধু কবিতাটি কার লেখা?
 
- ১১. বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে?
 
- ১২. সকল ই-সেবা
 
- ১৩. ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি?
 
- ১৪. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি?
 
- ১৫. ডেল্টা প্লান ২১০০ কি?
 
- ১৬. ভিশন ২০২১ কি?
 
- ১৭. মুজিব বর্ষ লোগো ডিজাইনার কে?
 
- ১৮. ডিজিটাল বাংলাদেশ চার স্তম্ভ?
 
- ১৯. ডিজিটাল বাংলাদেশ দিবস?
 
- ২০.
 
- ২১. কার সংস্পর্শে তিনি রাজনীতিতে আসেন?
 
- ২২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কোন বিভাগের ছাত্র ছিলেন?
 
- ২৩. পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগের অন্যতম প্রতিষ্ঠাতা কে?
 
- ২৪. আওয়ামী মুসলিম কত সালে গঠিত হয়?
 
- ২৫. বাহান্নর ভাষা আন্দোলনের সমর্থনে বঙ্গবন্ধু কোথায় অনশন ধর্মঘট পালন করেন?
 
- ২৬. বঙ্গবন্ধু আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন কবে?
 
- ২৭. যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
 
- ২৮. ‘আওয়ামী মুসলিম লীগ’ থেকে মুসলিম শব্দ কেন বাদ দেয়া হয়?
 
- ২৯. ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
 
- ৩০. বঙ্গবন্ধু ছয়দফা দাবি প্রথম কবে ঘোষণা করেন?
 
- ৩১. আনুষ্ঠানিকভাবে ছয়দফা কবে উত্থাপন করা হয়?
 
- ৩২. ছয়দফা দাবি গুলো কি কি?
 
- ৩৩. ছয়দফা দিবস কবে?
 
- ৩৪. ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
 
- ৩৫. বঙ্গবন্ধু কত সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন?
 
- ৩৬. কাকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়?
 
- ৩৭. মামলার অভিযোগ কি ছিল?
 
- ৩৮. আইয়ুব সরকার কবে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নেয়?
 
- ৩৯. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
 
- ৪০. কে পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন?
 
- ৪১. জয়বাংলা স্লোগানের উদ্ভাবক কে?
 
- ৪২. ১৯৭০ এর জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসনে জয়ী হয়েছিল?
 
- ৪৩. বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ কোথায় দেন?
 
- ৪৪. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
 
- ৪৫. বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কবে?
 
- ৪৬. স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয় কবে?
 
- ৪৭. এ সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
 
- ৪৮. পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু কবে ঢাকায় ফেরেন।
 
- ৪৯. বঙ্গবন্ধু কবে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন?
 
- ৫০. ৭২ এর সংবিধানের মূলনীতি কি কি?
 
- ৫১. বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে?
 
- ৫২. হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী কে?
 
- ৫৩. ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখক কে?
 
- ৫৪. বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
 
- ৫৫. বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি?
 
- ৫৬. বঙ্গবন্ধু কবে নিহত হন?
 
