জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ । বঙ্গবন্ধু সম্পর্কে সাধারণ জ্ঞান

বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ সম্পর্কে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়ে থাকে। শুধু চাকরি, একাডেমি কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নয় এমন অনেক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে যাতে কেবল বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ(Jatir Janak Bangabandhu Sheikh Mujibur Rahman)


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। এ স্বাধীন বাংলাদেশের রূপকার। 

তাই বঙ্গবন্ধু সম্পর্কে জানতে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা গুলো কে আরও সহজ করে তুলতে, আমরা বঙ্গবন্ধু সম্পর্কে কিছু প্রশ্ন-উত্তর সংযুক্ত করেছে যেগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে।

শেখ মুজিবুর রহমানের জন্ম পরিচয়

শেখ মুজিবুর রহমান ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ই মার্চ (৩রা চৈত্র, ১৩২৭ বঙ্গাব্দ) রাত ৮টায় তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার,পাটগাতি ইউনিয়নের বাইগার নদীতীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শেখ মুজিবুর রহমান শেখ বংশে জন্মগ্রহণ করেন।

শেখ মুজিবের বাবা শেখ লুৎফুর রহমান, যিনি গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার (যিনি আদালতের হিসাব সংরক্ষণ করেন) ছিলেন, এবং মায়ের নাম সায়েরা খাতুন।

চার কন্যা এবং দুই পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাম ফাতেমা বেগম, মেজ বোন আছিয়া বেগম, সেজ বোন হেলেন ও ছোট বোন লাইলী এবং তার ছোট ভাইয়ের নাম শেখ আবু নাসের। 

চার কন্যা এবং দুই পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শেখ মুজিবুর রহমানের বড় বোনের নাম ফাতেমা বেগম, মেজ বোন আছিয়া বেগম, সেজ বোন হেলেন ও ছোট বোন লাইলী এবং তার ছোট ভাইয়ের নাম শেখ আবু নাসের। 

“শেখ মুজিবুর রহমান” নামকরণটি করেন তার নানা শেখ আবদুল মজিদ। শেখ মুজিবুরের ছোটবেলার ডাকনাম ছিল “খোকা”

সংক্ষিপ্তাকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

শেখ মুজিব বা মুজিব, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বাঙালির অধিকার রক্ষায় ব্রিটিশ ভারত থেকে ভারত বিভাজন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেছেন। 

  • তিনি আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 

পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে মুজিবকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্ব দেওয়া হয় এবং পাশাপাশি প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি হিসেবেও বিবেচনা করা হয়।

  • এসকল কারণে, তাকে বাংলাদেশের “জাতির জনক” বা “জাতির পিতা” হিসেবে গণ্য করা হয়।

জনসাধারণের কাছে তিনি “বঙ্গবন্ধু”, “শেখ মুজিব” এবং “শেখ সাহেব” নামেই অধিক পরিচিত ছিলেন। তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী।

ছোটবেলা থেকেই তিনি মানুষের প্রতি সহমর্মী স্বভাবের ছিলেন। দুর্ভিক্ষের সময় নিজের গোলা থেকে ধান বিতরণ করতেন। সমিতি করে অন্যদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ করে গরিব ছাত্রদের মধ্যে বিলি করতেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে?


উ: ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে।

 ম্যাট্রিক, আইএ ও বিএ পাস করেন কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে?


উ: ম্যাট্রিক: গোপালগঞ্জ মিশন স্কুল (১৯৪১)
আইএ: কলকাতা ইসলামিয়া কলেজ (১৯৪৪)
বিএ: কলকাতা ইসলামিয়া কলেজ (১৯৪৬)

বঙ্গবন্ধু সম্পর্কে সাধারণ জ্ঞান


  • ১. বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন?

উত্তর: ১৯৬৬ খ্রিষ্টাব্দের পহেলা মার্চে শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

  • ২. বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়?

উত্তর: প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩, বাংলাদেশে ৭ই মার্চ ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়। 

  • ৩. বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়?

উত্তর:  ১৯৪৯ সালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলনে যোগ দিয়ে বহিষ্কৃত হন। ফলে এই বিশ্ববিদ্যালয়ে আর পড়াশোনা করা হয়ে উঠেনি তার। তবে দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে রাষ্ট্রপতি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরেন স্বাধীনতার এই মহানায়ক।

  • ৪. বঙ্গবন্ধু কবে সরাসরি রাজনীতিতে জড়িয়ে পড়েন?

উত্তর:  উনিশ বছর বয়সেই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। 
  • ৫. বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন?
উত্তর:  ১৯৫৩ সালে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন

  • ৬. বঙ্গবন্ধুর মাতার নাম কি?

 উত্তর: মাতা সায়ারা খাতুন।

  • ৭. বঙ্গবন্ধুর পিতার নাম কি?

উত্তর: পিতা শেখ লুৎফর রহমান

  • ৮. বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন?

উ: বঙ্গবন্ধু ১৯৩৮ সালে প্রথম কারাবরণ করেন।
  • ৯. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উ:  পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি ৪১টি স্প্যান নিয়ে গঠিত, প্রতিটি স্প্যান লম্বায় ১৫০.১২ মিটার (৪৯২.৫ ফুট) এবং চওড়ায় ২২.৫ মিটার (৭৪ ফুট)। সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কিমি (৩.৮২ মাইল)।

  • ১০. বঙ্গবন্ধু কবিতাটি কার লেখা?
উ: জসীমউদ্দীন (১৬ মার্চ ১৯৭১)।
  • ১১. বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে?
উ:  শেখ মুজিবুর রহমানের প্রধানমন্ত্রীত্ব ১৯৭২ সালের ১২ জানুয়ারি শুরু হয় যখন তিনি ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে প্রত্যাবর্তনের পর সংক্ষিপ্তভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
  • ১২. সকল ই-সেবা
উ: ওয়েব সাইটটি ভিজিট করুন: http://www.bangladesh.gov.bd/site/view/all_eservices/
  • ১৩. ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি?
উ: মৌলানা আজাদ কলেজ (পূর্বনাম ইসলামিয়া কলেজ) মধ্য কলকাতায় অবস্থিত একটি সরকারি কলেজ। 
  • ১৪. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি?
উ:  আগরতলা ষড়যন্ত্র  মামলাটির পূর্ণ নাম ছিল 'রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান গং মামলা'। 
  • ১৫. ডেল্টা প্লান ২১০০ কি?
উ:  ডেল্টা প্ল্যান-২১০০ হলো ২০১৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত একটি ব্যাপক উন্নয়ন পরিকল্পনা যা অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং বর্ধিত জলবায়ু স্থিতিস্থাপকতার উপর দৃষ্টি নিবদ্ধ করে।
  • ১৬. ভিশন ২০২১ কি?
উ: রূপকল্প ২০২১ (ভিশন ২০২১ নামেও পরিচিত) ছিল ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার আগে বাংলাদেশ আওয়ামী লীগের একটি নির্বাচনী ইশতেহার। এটি দেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীর বছরের জন্য বাংলাদেশের একটি রাজনৈতিক রূপরেখা হয়ে ওঠে।
  • ১৭. মুজিব বর্ষ লোগো ডিজাইনার কে?
উ:   মুজিব বর্ষের লোগোর ডিজাইন করেন সব্যসাচী হাজরা।
  • ১৮. ডিজিটাল বাংলাদেশ চার স্তম্ভ?
উ:  ডিজিটাল বাংলাদেশের মূলস্তম্ভ ৪টি। যথা:- ১. মানবসম্পদ উন্নয়ন, ২. ইন্টারনেটের সংযোগ দেয়া, ৩. ই-প্রশাসন ও ৪. তথ্যপ্রযুক্তি শিল্পখাত গড়ে তোলা।
  • ১৯. ডিজিটাল বাংলাদেশ দিবস?
উ:  প্রতিবছর ১২ ডিসেম্বর।
  • ২০.
  • ২১. কার সংস্পর্শে তিনি রাজনীতিতে আসেন?

উ: হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সংস্পর্শে।

  • ২২.  ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কোন বিভাগের ছাত্র ছিলেন?

উ: আইন বিভাগের।

  • ২৩. পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগের অন্যতম প্রতিষ্ঠাতা কে?

উ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

  • ২৪.  আওয়ামী মুসলিম কত সালে গঠিত হয়?

উ: ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত হয়। বঙ্গবন্ধু যুগ্ম সাধারণ সম্পাদকের পদ লাভ করেন।

  • ২৫. বাহান্নর ভাষা আন্দোলনের সমর্থনে বঙ্গবন্ধু কোথায় অনশন ধর্মঘট পালন করেন?

উ: কারাগারে।

  • ২৬.  বঙ্গবন্ধু আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন কবে?

উ: ১৯৫৩ সালে।

  • ২৭.  যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?

উ: গোপালগঞ্জ আসনে।

  • ২৮.  ‘আওয়ামী মুসলিম লীগ’ থেকে মুসলিম শব্দ কেন বাদ দেয়া হয়?

উ: দলকে অসাম্প্রদায়িক করার জন্য ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দেয়া হয়। উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন বঙ্গবন্ধু।

  • ২৯. ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?

উ: কম্বাইন্ড অপজিশন পার্টি।

  • ৩০.  বঙ্গবন্ধু ছয়দফা দাবি প্রথম কবে ঘোষণা করেন?

উ: ১৯৬৬ এর ৫ ফেব্রুয়ারি।

  • ৩১.  আনুষ্ঠানিকভাবে ছয়দফা কবে উত্থাপন করা হয়?

উ: লাহোর প্রস্তাবের সাথে মিল রেখে ২৩ মার্চ।

  • ৩২.  ছয়দফা দাবি গুলো কি কি?

উ: সর্বজনীন ভোটাধিকার, ফেডারেল পার্লামেন্টারি পদ্ধতির সরকার, কেন্দ্র ও প্রদেশের জন্য পৃথক মুদ্রা ব্যবস্থা, প্রাদেশিক সরকারকে কর ও শুল্ক ধার্যের ক্ষমতা প্রদান, প্রাদেশিক সরকারকে বিদেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণের ও বাণিজ্য চুক্তি সম্পাদনের ক্ষমতা অর্পণ এবং প্রদেশগুলোকে আঞ্চলিক বাহিনী সংক্ষরণের অধিকার দেয়ার দাবি।

  • ৩৩.  ছয়দফা দিবস কবে?

উ: প্রতি বছর ৭ই জুন বাংলাদেশে '৬ দফা দিবস' পালন করা হয়।

  • ৩৪.  ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?

উ: ছয়দফা

  • ৩৫.  বঙ্গবন্ধু কত সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন?

উ: ১৯৬৬ সালের ২০ মার্চ।

  • ৩৬.  কাকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়?

উ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

  • ৩৭.  মামলার অভিযোগ কি ছিল?

উ: ‘অভিযুক্তরা ভারতীয় অর্থ ও অস্ত্রের সাহায্যে সশস্ত্র সংঘর্ষ ঘটিয়ে কেন্দ্র থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করেছিলেন।‘

  • ৩৮.  আইয়ুব সরকার কবে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নেয়?

উ: ১৯৬৯ এর ২২ ফেব্রুয়ারি।

  • ৩৯.  শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?

উ: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।

  • ৪০.  কে পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন?

উ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

  • ৪১.  জয়বাংলা স্লোগানের উদ্ভাবক কে?

উ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

  • ৪২.  ১৯৭০ এর জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসনে জয়ী হয়েছিল?

উ: ১৬০টি

  • ৪৩.  বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ কোথায় দেন?

উ: ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমানে যা সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরিচিতি।

  • ৪৪.  ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?

উ: “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।“

  • ৪৫.  বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কবে?

উ: ২৬ মার্চের প্রথম প্রহরে।

  • ৪৬.  স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয় কবে?

উ: ১৯৭১ এর ১৭ এপ্রিল।

  • ৪৭.  এ সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

উ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

  • ৪৮.  পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু কবে ঢাকায় ফেরেন।

উ: ১৯৭২ সালের ১০ জানুয়ারি। ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পরিচিত।

  • ৪৯.  বঙ্গবন্ধু কবে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন?

উ: ১৯৭২ সালের ১২ জানুয়ারি।

  • ৫০. ৭২ এর সংবিধানের মূলনীতি কি কি?

উ: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ।

  • ৫১. বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে?

উ: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।

  • ৫২.  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী কে?

উ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

  • ৫৩.  ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখক কে?

উ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

  • ৫৪.  বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?

উ: রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে।

  • ৫৫.  বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি?

উ: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।

  • ৫৬.  বঙ্গবন্ধু কবে নিহত হন?

উ: ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাকার ধানমণ্ডিস্থ স্বীয় বাসভবনে সামরিক বাহিনীর একটি দলের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। 
Post a Comment (0)
Previous Post Next Post