বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে সাধারণ জ্ঞান GK Bangladesh Railways

 বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে সাধারণ জ্ঞান: প্রিয় পাঠক আজকের এই পোস্টটিতে আপনি পাবেন, বাংলাদেশ রেলওয়ে কত সালে প্রতিষ্ঠিত হয়, জংশন কয়টি কি কি,বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি, রেলওয়ে মন্ত্রীর নাম,  মহাপরিচালকের নাম, কত সালে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ রেলওয়ে থানা ও জেলা কয়টি।


Read Also: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ । বঙ্গবন্ধু সম্পর্কে সাধারণ জ্ঞান


  • ১. বাষ্পীয় ইঞ্জিন কবে আবিষ্কৃত হয়? 

উত্তর : ১৮০১ সালে।


  • ২. ব্রিটিশ বাংলার প্রথম রেলপথ কোনটি? 

উত্তর : হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত।


  • ৩. বাংলাদেশ রেলওয়ে ক’টি অঞ্চলে বিভক্ত? 

উত্তর : ২টি।


  • ৪. বাংলাদেশ রেলওয়ের অঞ্চল কী নামে? 

উত্তর : পূর্বাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দফতর।


  • ৫. পূর্বাঞ্চলীয় সদর দফতর কোথায়? 

উত্তর : চট্টগ্রাম।


  • ৬. পশ্চিমাঞ্চলীয় সদর দফতর কোথায়? 

উত্তর : রাজশাহী।


  • ৭. রেলওয়ের সার্বিক সদর দফতর কোথায়? 

উত্তর : ঢাকা।


  • ৮. দেশে মোট রেলপথের দৈর্ঘ্য কত? 

উত্তর : ২৮৮০.০৭ কিলোমিটার।


  • ৯. রেলপথের ব্রডগেজ কত?

উত্তর : ৬৬০.২২ কিলোমিটার।


  • ১০. রেলপথের ডুয়েলগেজ কত? 

উত্তর : ৩৬৫.০০ কিলোমিটার।


  • ১১. রেলপথের মিটারগেজ কত? 

উত্তর : ১৮৫৪.৮৫ কিলোমিটার।


  • ১২. বাংলাদেশের রেলস্টেশনের সংখ্যা কত? 

উত্তর : ৪৮৯টি।


  • ১৩. রেলস্টেশনের মধ্যে ব্রডগেজ কতটি? 

উত্তর : ১৫২টি।


  • ১৪. রেলস্টেশনের মধ্যে মিটারগেজ কতটি? 

উত্তর : ৩৩৭টি।


  • ১৫. দেশের সবচেয়ে বড় স্টেশনের নাম কী? 

উত্তর : ঢাকার কমলাপুর স্টেশন।


  • ১৬. দেশে রেল পুলিশ থানা কতটি? 

উত্তর : ২১টি।


  • ১৭. হার্ডিঞ্জ ব্রিজ কোন ধরনের সেতু? 

উত্তর : রেলসেতু।


  • ১৮. হার্ডিঞ্জ ব্রিজ কবে নির্মাণ করা হয়? 

উত্তর : ১৯১৫ সালে।


  • ১৯. হার্ডিঞ্জ ব্রিজের প্রকৌশলী কে ছিলেন? 

উত্তর : স্যার রবার্ট উইলিয়াম সেলস।


  • বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি২০. বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করে কবে থেকে? উত্তর : ২১ জানুয়ারি ২০০১।


  • ২১. দেশের সর্বপ্রথম নির্মিত মিটারগেজ রেলপথ কোনটি? 

উত্তর : ঢাকা-নারায়ণগঞ্জ।


  • ২২. কুষ্টিয়া-গোয়ালন্দ রেলপথ তৈরি করে কোন সরকার? 

উত্তর : ব্রিটিশ সরকার।


  • ২৩. বাংলাদেশ রেলওয়ের কত ধরনের লাইন আছে? 

উত্তর : ৩ ধরনের।


  • ২৪. বাংলাদেশ রেলওয়েতে কী কী লাইন আছে? 

উত্তর : ব্রডগেজ, মিটারগেজ ও ন্যারোগেজ।


  • ২৫. কোন লাইনে রেল চলাচল বন্ধ আছে? 

উত্তর : ন্যারোগেজ।


  • ২৬. দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোথায়? 

উত্তর : কমলাপুর (ঢাকা)। দৈর্ঘ্য ৩,০০০ ফুট।


  • ২৭. ন্যারোগেজ লাইন কোথায় ছিল? 

উত্তর : খুলনা ও বাগেরহাটে।


  • ২৮. বর্তমানে দেশে আন্তঃনগর ট্রেন কতটি? 

উত্তর : ৪০টি।


  • ২৯. আন্তঃনগর ট্রেন চালু হয় কবে? 

উত্তর : ১৯৮৬ সালে।


  • ৩০. ভারতের সঙ্গে মালবাহী ট্রেন চলাচলের চুক্তি হয় কবে? 

উত্তর : ১৯৯১ সালে।


  • ৩১. দেশের বেসরকারি ট্রেন সার্ভিসের নাম কী? 

উত্তর : সুবর্ণ এক্সপ্রেস।


  • ৩২. সুবর্ণ এক্সপ্রেস কত সালে চালু হয়? 

উত্তর : ১৯৯৮ সালে।


  • ৩৩. রেল যোগাযোগের আওতাভুক্ত হওয়া বাংলাদেশের প্রথম জেলা কোনটি? 

উত্তর : কুষ্টিয়া।


  • ৩৪. কুষ্টিয়া কত সালে রেল যোগাযোগের আওতাভুক্ত হয়? 

উত্তর : ১৮৬৪ সালে।


  • ৩৫. ষাটের দশকের মধ্য পর্যন্ত এ দেশে কোন যান একচেটিয়াভাবে পরিবহন ব্যবস্থা হিসেবে বিবেচিত ছিল? 

উত্তর : রেলওয়ে।


  • ৩৬. রেলওয়ের কারখানা কোথায় কোথায় অবস্থিত? 

উত্তর : পাহাড়তলী, সৈয়দপুর, ছাতক (শুধু স্লিপার), পার্বতীপুরে ওয়ার্কশপ আছে।


  • ৩৭. রেলপথের প্রস্থ কত? 

উত্তর : মিটারগেজ : ৩ ফুট-৩.৭৫ ফুট, ব্রডগেজ : ৫-৬/১.৫ মিটার।


  • ৩৮. দেশে কতগুলো রেল যান আছে? 

উত্তর : ইঞ্জিন ২৭৭টি, ১২৭৫টি যাত্রীবাহী বগি, ১০,৭৭৮টি ওয়াগন, ১৩৬টি অন্যান্য কোচিং যান।


  • ৩৯. রেলপথে ঢাকার সঙ্গে খুলনা, সিলেট, রাজশাহী ও চট্টগ্রামের দূরত্ব কত? 

উত্তর : যথাক্রমে ৬২৭ কিলোমিটার, ৩১৯ কিলোমিটার, ৩৬৯ কিলোমিটার, ৩৬৪ কিলোমিটার।


  • ৪০. সুবর্ণ এক্সপ্রেস কোথায় চলাচল করে? 

উত্তর : ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত।



বাংলাদেশ রেলওয়ে জংশন কয়টি কি কি?

উত্তর : বাংলাদেশের রেলওয়ে জংশন স্টেশন ৩৮ টি।


  • আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন

  • আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন

  • আমনুরা জংশন রেলওয়ে স্টেশন

  • ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন


  • কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশন

  • কাঞ্চন জংশন রেলওয়ে স্টেশন

  • কালুখালী জংশন রেলওয়ে স্টেশন

  • কাশিয়ানী রেলওয়ে স্টেশন


  • কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশন

  • খুলনা জংশন রেলওয়ে স্টেশন

  • গৌরীপুর জংশন রেলওয়ে স্টেশন

  • চট্টগ্রাম জংশন রেলওয়ে স্টেশন


  • জামালপুর টাউন জংশন রেলওয়ে স্টেশন

  • তারাকান্দি রেলওয়ে স্টেশন

  • তিস্তা জংশন রেলওয়ে স্টেশন

  • ত্রিমোহনী রেলওয়ে স্টেশন


  • দর্শনা জংশন রেলওয়ে স্টেশন

  • নরসিংদী রেলওয়ে স্টেশন

  • পদ্মবিলা জংশন রেলওয়ে স্টেশন

  • পাচুরিয়া জংশন রেলওয়ে স্টেশন


  • পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন

  • পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশন

  • ফতেয়াবাদ জংশন রেলওয়ে স্টেশন

  • ফেনী জংশন রেলওয়ে স্টেশন


  • বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন

  • বোনারপাড়া রেলওয়ে স্টেশন

  • ভাঙ্গা জংশন রেলওয়ে স্টেশন

  • ভৈরব বাজার জংশন রেলওয়ে স্টেশন


  • মধুখালী রেলওয়ে স্টেশন

  • ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন

  • মাঝগ্রাম জংশন রেলওয়ে স্টেশন

  • যশোর জংশন রেলওয়ে স্টেশন


  • লাকসাম জংশন রেলওয়ে স্টেশন

  • লালমনিরহাট রেলওয়ে স্টেশন

  • শায়েস্তাগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন

  • শ্যামগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন


  • ষোলশহর জংশন রেলওয়ে স্টেশন

  • সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন

বি:দ্র:– বাংলাদেশ রেলওয়ে জংশন কয়টি কি কি তালিকা গুলো উইকিপিডিয়া থেকে সংগ্রহকৃত। 



বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি?


উত্তর : বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার জগতি রেলওয়ে স্টেশন।

বাংলাদেশ রেলওয়ে মন্ত্রীর নাম?


বাংলাদেশ রেলওয়ে কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৮৬২ সালের ১৫ই নভেম্বর

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের নাম?

উত্তর : মোঃ কামরুল আহসান 

বাংলাদেশ রেলওয়ে থানা কয়টি?

উত্তর : ২১ টি।

প্রশ্ন. বাংলাদেশে মোট কতটি রেলওয়ে স্টেশন রয়েছে?

উত্তর : বাংলাদেশে মোট ৫০৫ টি রেলওয়ে স্টেশন রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে জেলা কয়টি?

উত্তর : বাংলাদেশ রেলওয়ে জেলা ৪৪ টি






Post a Comment (0)
Previous Post Next Post