ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২: অনলাইন কুইজ প্রতিযোগিতা। Digital Bangladesh Online Quiz Competition-2022

 ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২





অনলাইন কুইজ প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করতে পারবে

    বয়স অনুযায়ী নিম্নোক্ত তিনটি গ্রুপে ৮-তদুর্ধ্ব বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিক অংশগ্রহণ করতে পারবে


  • গ্রুপ কঃ ৮-১২ বছর
  • গ্রুপ খঃ ১৩-১৮ বছর
  • গ্রুপ গঃ ১৯-তদুর্ধ্ব বছর

নিবন্ধন

২৬ নভেম্বর ২০২২ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে (quiz.digitalbangladesh.gov.bd) নিবন্ধন করা যাবে।

শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে এখনি আপনার নিবন্ধন নিশ্চিত করুন ও প্রোফাইল আপডেট করুন।

কুইজ প্রতিযোগিতার সময়

  •   গ্রুপ কঃ ২৯ নভেম্বর
  •   গ্রুপ খঃ ০১ ডিসেম্বর
  •   গ্রুপ গঃ ০২ ডিসেম্বর

উল্লেখিত তারিখে সন্ধ্যা ৭.০০টা থেকে রাত ৮.০০টার মধ্যে যে কোনো সময় কুইজ শুরু করা যাবে। কুইজ শুরু করার পর একজন প্রতিযোগী পরবর্তী ২১ মিনিট সময় পাবে।


Read Also: 


সর্বমোট ২১টি পুরস্কার

তিনটি গ্রুপের (ক, খ, গ) প্রত্যেকটিতে ৭জন করে সর্বমোট ২১জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।


  •  ১ম পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ১০ জেনারেশন
  •  ২য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ৮ জেনারেশন
  •  ৩য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৫, ১০ জেনারেশন
  •  ৪র্থ পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৩, ১০ জেনারেশন
  •  ৫ম-৭ম পুরস্কারঃ স্মার্ট ফোন

 অনলাইন কুইজ প্রতিযোগিতা নিয়মাবলী


  • একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
  •  প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ২১ মিনিট।
  •  সকল প্রশ্নের মান সমান (১ নম্বর)।
  •  সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
  •  কম সময়ে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
  •  চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
  •  প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

কুইজের বিষয় | ডিজিটাল বাংলাদেশ অনলাইন কুইজ প্রতিযোগিতায় যেসকল বিষয় থেকে প্রশ্ন করা হবে


  • বাংলাদেশের অর্জনসহ প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।
নিবন্ধন করতে আর মাত্র 3 দিন বাকি নিবন্ধন করতে ভিজিট করুন: https://quiz.digitalbangladesh.gov.bd/

আবেদন বা নিবন্ধন করার নিয়ম:


ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আবেদনকারীকে অবশ্যই

  1. apply now  অপশন  ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
  2. ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। আর পূর্বে একাউন্ট করা থাকলে শুধু ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী ধাপে যাবে।
  3. ব্যবহারকারী চাইলে গুগল বা ফেসবুক একাউন্টের মাধ্যমেও রেজিষ্ট্রেশন করতে পারবে।
  4. রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পর অবশ্যই প্রোফাইল সম্পাদনা করতে হবে।

ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি ও জিতে নিতে পারেন আকর্ষনীয় পুরষ্কার। তাই এখনি রেজিস্ট্রেশন করুন

বাংলাদেশের বিভিন্ন অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ


Post a Comment (0)
Previous Post Next Post