ভাড়া বাসার খুঁজে। Find a rental home

 পচ্ছন্দনীয় বাসা ভাড়া চাই? A to Z Rental

ভাড়া বাসার খুঁজে। Find a rental home

Want to rent a house of your choice?

আজ থেকে ১০ বছর আগেও ভাড়া ফ্ল্যাট বাসা বলতে মূলত আমরা জেলা বা বিভাগীয় শহরকে জানতাম। কিন্তু বর্তমান সময়ে ছোট শহরগুলোতেও সুন্দর সুন্দর ফ্লাট বাসা পাওয়া যায়। চাকরি বা ব্যবসা সুবাদেই মূলত আমরা ভাড়া বাসায় থাকতে যাই। অনেকে আবার পড়াশুনা সুবাদে বাসা ভাড়া করে থাকে। House for Rent.

বিয়ের পর যারা স্বামীর পরিবারের সাথে থাকে তাদের এই ঝামেলাটা পোহাতে হয় না। নিজের বেডরুমটা শুধু গুছিয়ে নিলেই হয়। আবার যদি স্বামীর চাকরি বা ব্যবসা সুবাদে আলাদা বাসায় দূরে কোথাও থাকতে হয় তবে দরকার হয় ভাড়া বাসার। House for rent near me cheap.

কোন বিষয়গুলো বিবেচনায় রেখে ভাড়া বাসা নির্বাচন করবেন

চলুন জেনে নেয়া যাক কোন বিষয়গুলো বিবেচনায় রেখে ভাড়া বাসা নির্বাচন করবেন ও আপনার বাসাটি মনের মত করে সাজিয়ে নিবেন।

 বাড়ি নির্দিষ্ট করার পূর্বে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে -

 বাজেটঃ

বাড়ি ভাড়া নেওয়ার পূর্বে আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে বাজেট। ইনকাম এর সাথে মিল রেখে একটা বাজেট নির্ধারণ করে নিতে হবে। অনেক সময় প্রয়োজন অনুসারে কম বেশি হতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে বাজেট বাড়ানো বা কমানো আপনার অন্যান্য খরচে প্রভাব পড়বে কিনা।

 বাড়ির খোঁজঃ

বাজেট নির্ধারণ করা শেষ এবার বের হতে হবে বাড়ির খোঁজে। বাসা খোঁজার সময় আমাদের কয়েকটি দিক খেয়াল রাখতে হবে- 

বাসা যেন আপনার কর্মস্থলের কাছে হয় কিংবা বাচ্চা থাকলে ওদের স্কুলের কাছে নিতে পারেন।অনেক সময় দেখা যায় বাসা ভাড়া কম পাওয়ার জন্য আমরা এই জিনিসটাই ভুলে যাই যে রিকশা বা গাড়ি ভাড়া দিয়ে হয়তো তার চেয়েও খরচ টা বেশি হয়ে যাবে। তাই সবদিক মাথায় রেখে বাসা খুঁজতে বের হন। Cheap 2 bedroom apartments for rent.

 বাসা নেওয়ার আগে বাসার লোকেশন ,পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে কিনা দেখে নিন।বাসা নেওয়ার আগে টয়লেট ,রান্নাঘর ,বেসিনের ফিটিংস ঠিক আছে কিনা দেখে নিন ।না থাকলে বাসায় উঠার আগেই বাসার মালিক কে বলে ঠিক করে নিন।

বাসায় যাওয়ার আগে ইলেকট্রিক লাইন, বাসার দেয়ালের রং, দরজা-জানালা ঠিক আছে কিনা দেখে নিন। না থাকলে সমস্যার কথা বাড়ির মালিককে বলে বাসায় উঠার আগেই ঠিক করে নিন।

বাসার চলাচলের রাস্তার দিকেও খেয়াল রাখুন। কারণ বর্তমানে একটু বৃষ্টি হলেই অনেক রাস্তায় দুই তিন মাস পানি জমে থাকে। অনেক সময় দেখা যায় প্রয়োজন অনুসারে রিকশা বা গাড়ি পাওয়া যায় না ।Perfect house for rent.

সব দেখেশুনে মালিকের সব শর্ত ঠিকমতো শুনে পছন্দ হলে বাসায় অ্যাডভান্স করুন। দুদিন পরপর বাসা পাল্টানোর ঝামেলা থেকে মুক্তি পাবেন।

বাসা ভাড়া তো নিলেন এবার জেনে নেওয়া যাক কিভাবে মনের মত করে সাজিয়ে নিবেন আপনার পছন্দের বাসাটি। যদি আপনার নতুন সংসার হয় তবে সমস্যাটা একদিক থেকে কম। বাসার আকার, রুম দেখে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিবেন। জিনিস কেনার আগে স্বামী-স্ত্রী দুজনে মিলে পরামর্শ করে নিবেন এতে ঝামেলা কম হবে। প্রয়োজনে অন্যান্যদের পরামর্শ নিতে পারেন।

বেডরুম

প্রথমে শুরু করা যাক বেডরুম থেকে এক্ষেত্রেও প্রয়োজন বাজেট। আপনার বাজেট অনুযায়ী খাট কিনে নিতে পারেন। বাজেট কম হয় তবে ম্যাট্রেস দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন। 

অনেক সুন্দর সুন্দর আরামদায়ক ম্যাট্রেস পাওয়া যায় বাজারে। সাইড টেবিল কিনতে ভুলবেন না।আলমারি কিনে নিতে পারেন ।তবে ভাড়াবাড়িতে ভারী আলমারি না কিনাই ভালো। বাসা পাল্টানোর সময় আপনার দামি আলমারিটা নষ্ট হতে পারে। এখন বাজারে সুন্দর সুন্দর প্লাস্টিকের ওয়ারড্রব  বা আলমারি পাওয়া যায়। সাথে আরো যোগ করতে পারেন ঘড়ি,ফোটফ্রেম। Perfect rental homes.     

ড্রেসিং টেবিল 

আকারের সাথে সামঞ্জস্য রেখে ড্রেসিং টেবিল কিনে নিতে পারেন। রুমে জায়গা কম থাকলে শুধু আয়না কিনে দেয়ালে টানিয়ে নিতে পারেন।

চেয়ার 

রুমের আকার অনুযায়ী জায়গা থাকলে দুইটা চেয়ার রাখতে পারেন যদি আকার ছোট হয় তবে চেয়ার না রাখলেও চলে।

দেয়াল দেয়ালে কিছু পরিবারের ছবি টানিয়ে নিতে পারেন কিংবা ওয়ালপেপার লাগিয়ে নিতে পারেন পছন্দমত । এতে দেয়ালে সৌন্দর্য বাড়বে।

পর্দা 

শোবার ঘরে একটু ভারী পর্দা ব্যবহার করবেন। যেহেতু সারাদিন পরিশ্রমের পর শোবার ঘরটাই বিশ্রাম নিবার বা পরিপূর্ণ ঘুমের জন্য আদর্শ। তাই বাইরের রাস্তার আলো বা অন্য কোন আলো এসে যাতে আপনার আরামটা হারাম করে না দিতে পারে তাই এই ব্যবস্থা।

রান্না ঘর

এবার আসা যাক রান্না ঘরে। শোবার ঘরের পর রান্নাঘর ।রান্নাঘর এর জন্য প্রয়োজন মতো হাড়ি পাতিল, চামচ, বাটি, প্লেট ,ডাস্টবিন ,জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য কেবিনেট না থাকলে একটা রেক কিনে নিতে পারেন।

বাজেট যদি বেশি থাকে তাহলে আপনি রাইস কুকার, পেশার কুকার, ব্লেন্ডার, ওভেন কিনে নিতে পারন। এতে আপনার রান্নার সময় বাঁচবে।

টয়লেট

টয়লেট এর জন্য বালতি, মগ, বদনা ,পরিষ্কারের জন্য ব্রাশ, টয়লেট ক্লিনার এগুলো প্রয়োজন মতো কিনে নিবেন।

রান্নাঘর ও টয়লেট ঠিকমতো পরিষ্কার করলে দেখবেন পুরো বাসাটাই এমনিতেই পরিষ্কার লাগছে।

ড্রয়িং রুম

ড্রয়িং রুমে সোফা রাখতে পারেন আপনার বাজেট অনুযায়ী বাজেট কম থাকলে নরমাল চেয়ার বা রুমের একপাশে ফ্লোরে তুষক বা ম্যাট্রেস বিছিয়ে সুন্দর কুশন দিয়ে বসার ব্যবস্থা করে নিতে পারেন।সাথে যোগ করতে পারেন টিভি,টি-টেবিল, ফুলদানি,ওয়াল পেপার ,বুক সেলফ,সো-কেস। How do I find the perfect home to rent?

ভাড়া বাসা ,বড় ডাইনিং টেবিল না কেনাই ভালো। ডাইনিং রুমের আকার অনুযায়ী টেবিল চেয়ার কিনুন। বাজেট যদি কম থাকে তবে পাটি বা শতরঞ্জি দিয়েও কাজ চালাতে পারেন। আর যদি ডাইনিং রুম না থাকে তবে ড্রইংরুমের একপাশে ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন। 

কারন বড় শহরগুলোতে বর্তমানে বাসা ভাড়া অনেক বেশি তাই বড় বাসা ভাড়া অনেক বেশি। ফ্রিজ সাধারণত আমরা ডাইনিং রুমেই রেখে থাকি। প্রয়োজনে রান্না ঘরে বা ড্রয়িং রুমেও রাখতে পারি।

What should I do before renting a house?

অন্যদিকে আপনার যদি আগে থেকেই ভাড়া বাসায় থেকে থাকেন।সেক্ষেত্রে ,বাসার আকার দেখে সেই অনুযায়ী জিনিসপত্র বাড়িয়ে বা কমিয়ে সাজিয়ে নিন মনের মত করে। আপনার বর্তমান বাসা যদি বড় হয় তবে সে অনুযায়ী প্রয়োজনীয় জিনিস কিনে নিন, বাজেটের মধ্যে। আর যদি ছোট হয়, তবে অতিরিক্ত জিনিস প্যাকিং করে রেখে দিন পরবর্তীতে ব্যবহারের জন্য।


অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনি দান করে দিতে পারেন অথবা ফেলে দিতে পারেন।




Post a Comment (0)
Previous Post Next Post