প্রথম আলো পাঠক কুইজ প্রতিযোগিতা ২০২২ কুইজে অংশ নিয়ে জিতে নিন ৫ লাখ টাকার পুরস্কার
প্রথম আলো পাঠকদের জন্য সুখবর! প্রথম আলো, ‘জিততে হলে পড়তে হবে’ এই স্লোগান নিয়ে তাদের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠকদের জন্য আয়োজন করেছে অনলাইন পাঠক কুইজের। প্রতিযোগিতায় মোট পাঁচ লাখ টাকার পুরস্কার থাকছে। বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন শুরু হয়েছিল।
আয়োজকেরা জানিয়েছেন, পাঠকদের ঠিকানায় গিয়ে নিবন্ধন করে নির্ধারিত সময়ে কুইজে অংশ নিতে হবে। কুইজের প্রশ্ন থাকবে কুইজের দিন ও আগের দিনের প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইনে প্রকাশিত সংবাদ, নিবন্ধ, ফিচার ইত্যাদি থেকে। প্রথম পর্বের কুইজ অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর থেকে ১ নভেম্বর, ২০২২ পর্যন্ত।
প্রথম আলো পাঠক কুইজে অংশ নেওয়ার সময় এবং অংশগ্রহণ করার নিয়ম
- প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিটে কুইজ অনুষ্ঠিত হবে।
- প্রতিদিন ২০টি করে প্রশ্ন থাকবে।
- প্রতিটি প্রশ্নের জন্য থাকবে ১ নম্বর।
- প্রথম পর্বে প্রতিদিন সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশিসংখ্যক প্রশ্নের সঠিক উত্তরদাতা
- ১০ জনের প্রত্যেককে তিন হাজার টাকার পুরস্কার দেওয়া হবে।
- ১০ দিনে মোট তিন লাখ টাকার ‘গিফট চেক’ থাকবে প্রথম পর্বের বিজয়ীদের জন্য।
- প্রথম পর্বের বিজয়ীদের থেকে সেরা ছয়জনকে নিয়ে আগামী ৪ নভেম্বর ঢাকায় সরাসরি চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
- চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জনকারী এক লাখ, দ্বিতীয় স্থান অর্জনকারী ৬০ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারী ৪০ হাজার টাকার গিফট চেক পাবেন।
- দুই পর্বের বিজয়ীদের মোট পাঁচ লাখ টাকার পুরস্কার দেওয়া হবে।
প্রথম আলো পাঠক কুইজ
প্রথম আলোর পাঠকদের জন্য এই আয়োজন অনলাইন এ করা হয়েছে। কুইজের প্রশ্ন থাকবে কুইজের দিন ও পূর্ববর্তী দিনের প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইন থেকে।
- কুইজে অংশগ্রহণের জন্য অনলাইনে নির্দিষ্ট ফরমে নিবন্ধন করতে হবে।
- ফরমে গিয়ে প্রথমেই নিজের দরকারি সব তথ্য দিয়ে ও নিজের পছন্দমতো পাসওয়ার্ড (কমপক্ষে ৬ অক্ষর) দিয়ে সাবমিট করতে হবে।
- সাবমিট করার পর একটি লিংক আপনার ই-মেইলে চলে যাবে।
- সেই লিংকে ক্লিক করে নিবন্ধন চূড়ান্ত করতে হবে।
প্রথম আলো কুইজ প্রতিযোগিতা দুটি পর্বে অনুষ্ঠিত হবে।
প্রথম পর্ব
প্রথম পর্বের কুইজ টানা ১০ দিন প্রথম আলোর অনলাইনে (www.prothomalo.com/quiz) অনুষ্ঠিত হবে। প্রতিদিন সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশিসংখ্যক প্রশ্নের সঠিক উত্তরদাতা ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে।
- প্রতিদিন রাত ৭টা ৩০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত কুইজে অংশ নিতে হবে।
- ২০টি প্রশ্নের প্রতিটির জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে।
- একজনকে একই ই–মেইল দিয়ে নিবন্ধন করে সব পর্বে অংশগ্রহণ করতে হবে।
- প্রতিদিন সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশিসংখ্যক প্রশ্নের সঠিক উত্তরদাতা ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ১০ জন বিজয়ী পাবেন মোট (৩,০০০ x ১০) =৩০,০০০ টাকার গিফট চেক।
- ১০ দিনের কুইজ অনুষ্ঠিত হওয়ার পর সর্বোচ্চ ব্যক্তিগত নম্বর প্রাপ্তির ভিত্তিতে সেরা ৬ জন ৪ নভেম্বর ফাইনালের জন্য উত্তীর্ণ হবেন।
চূড়ান্ত পর্ব
প্রথম পর্বের সেরা ৬ জনকে নিয়ে সরাসরি অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। প্রয়োজনে টাইব্রেকিং পদ্ধতিতে ফলাফল চূড়ান্ত করা হবে।
- সেরা ৬ জনকে নিয়ে সরাসরি ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।
- চূড়ান্ত পর্বে প্রতি প্রশ্নের জন্য ১০ নম্বর বরাদ্দ থাকবে। প্রতি প্রশ্নের জন্য ৩০ সেকেন্ড সময় দেওয়া হবে। ভুল উত্তর দিলে প্রতি প্রশ্নের জন্য ১০ নম্বর কাটা হবে।
- চূড়ান্ত পর্বে কুইজ ২টি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম ভাগটি মূলত ব্যক্তিগত রাউন্ড এবং দ্বিতীয় ভাগে সবার জন্য একই প্রশ্ন থাকবে। প্রথম ভাগে ব্যক্তিগত রাউন্ডে প্রত্যেকের জন্য ৩টি প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় ভাগে সবার জন্য কমন ৫টি প্রশ্ন থাকবে।
- এই পর্বে অন্যান্য প্রশ্নের সঙ্গে ছবি ও ভিডিওভিত্তিক প্রশ্নও থাকতে পারে।
- ২টি ভাগ থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নির্ধারণ করা হবে চূড়ান্ত পর্বের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে। প্রথম স্থান অর্জনকারী পাবেন ১,০০,০০০ (এক লাখ) টাকার, দ্বিতীয় স্থান অর্জনকারী ৬০,০০০ (ষাট হাজার) টাকার এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকার গিফট চেক।
প্রথম আলো পাঠক কুইজ প্রতিযোগিতা ২০২২ অংশগ্রহণের পদ্ধতি
- নিবন্ধন লিংকে ক্লিক করলে নিবন্ধন ফরম আসবে। সেখানে নিজের দরকারি সব তথ্য দিয়ে ও নিজের পছন্দমতো পাসওয়ার্ড (কমপক্ষে ৬ অক্ষর) দিয়ে সাবমিট করতে হবে। এ সময় কুইজের নিয়মাবলি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করতে হবে। সাবমিট করার পর একটি লিংক আপনার ই-মেইলে যাবে।
- সেই লিংকে ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
- নিবন্ধনের পর মূল কুইজ পর্ব শুরুর আগের দিন পর্যন্ত অনুশীলনের জন্য প্রথম আলো ডটকমের হোমপেজের ‘কুইজ শুরু করুন’ বাটনে ক্লিক করে ‘অনুশীলন’ কুইজে অংশ নিতে পারবেন।
- মূল কুইজ পর্ব শুরুর আগে সবার প্রস্তুতি নেওয়ার জন্য এক দিন মহড়া কুইজ অনুষ্ঠিত হবে।
- মূল কুইজ পর্বে একইভাবে হোমপেজের ‘কুইজ শুরু করুন’ বাটনে ক্লিক করে কুইজে অংশ নিতে হবে।
- নিবন্ধনের তথ্য প্রথম আলো সংরক্ষণ করবে।
প্রথম আলো পাঠক কুইজ প্রতিযোগিতা ২০২২ পুরস্কার
প্রথম পর্ব ১০ দিন:
- প্রতিদিন ১০ জন বিজয়ী পাবেন মোট =৩০,০০০ টাকার গিফট চেক
- ১০ দিনে ১০০ জন পাবেন মোট =৩,০০,০০০ টাকার গিফট চেক
চূড়ান্ত পর্বের পুরস্কার:
- প্রথম স্থান অর্জনকারী পাবেন ১,০০,০০০ টাকার গিফট চেক
- দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন ৬০,০০০ টাকার গিফট চেক
- তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ৪০,০০০ টাকার গিফট চেক
আরো বিস্তারিত জানতে প্রথম আলো ওয়েবসাইট ভিজিট করুন: https://services.prothomalo.com/anniversary/quiz/