অনলাইন কুইজ প্রতিযোগিতা | জিটাল উদ্ভাবনী মেলা ২০২২
জিটাল উদ্ভাবনী মেলা ২০২২ যারা অংশগ্রহণ করতে পারবে
- গ্রুপ ক: ৮-১২ বছর
- গ্রুপ খ: ১৩-১৮ বছর
- গ্রুপ গ: ১৯-তদুর্ধ বছর
কুইজ প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে (গ্রুপ ক: ৮-১২ বছর, গ্রুপ খ: ১৩-১৮ বছর, গ্রুপ গ: ১৯-তদুর্ধ) বছর বয়সীদের জন্য উন্মুক্ত।
একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
অনলাইন কুইজ প্রতিযোগিতা নিবন্ধন:
১ নভেম্বর, ২০২২ থেকে ২০ নভেম্বর, ২০২২ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে (innovationquiz.a2i.gov.bd) নিবন্ধন করা যাবে।
Read Also:
- শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ Sheikh Rasel Quiz Questions and Answers 2022
- প্রথম আলো পাঠক কুইজ প্রতিযোগিতা ২০২২ Prothom Alo Pathak Quiz Competition 2022
অনলাইন প্রতিযোগিতার তারিখ ও সময়:
৩০ নভেম্বর, ২০২২ রাত ০৮.০০ থেকে রাত ০৯.০০ টার মধ্যে যেকোনো ২০ মিনিট।
প্রতিযোগিতার পুরস্কার
জাতীয়ভাবে কুইজে অংশগ্রহণকারী তিনটি গ্রুপের প্রথম ৩ জন বিজয়ীর জন্য থাকছে ল্যাপটপ/মোবাইল, ট্যাবসহ আকর্ষণীয় পুরস্কার।
এছড়াও স্থানীয়ভাবে উপজেলা ও জেলা পর্যায়ের প্রতি গ্রুপের প্রথম ৩জন বিজয়ীদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে।
- কুইজ প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে (গ্রুপ ক: ৮-১২ বছর, গ্রুপ খ: ১৩-১৮ বছর, গ্রুপ গ: ১৯-তদুর্ধ) বছর বয়সীদের জন্য উন্মুক্ত।
- একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
- ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
নিয়মাবলি:
- প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ২০ মিনিট।
- সকল প্রশ্নের মান সমান (১ পয়েন্ট)। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ (০.২৫) পয়েন্ট কাটা যাবে।
- সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
- কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
- চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।
- প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
কুইজের বিষয়:
- রুপকল্প ২০৪১,
- উদ্ভাবন ও স্মার্ট বাংলাদেশ,
- সরকারের বিভিন্ন মেগা প্রকল্প,
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ,
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগসমূহ,
- করোনাকালীন পরিস্থিতিতে সরকার গৃহীত উদ্যোগ,
- ডিজিটাল বাংলাদেশ রুপকল্প,
- ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ,
- নির্বাচনী ইশতেহার, সকল ই-সেবা,
- ভিশন ২০৪১ ও ডেল্টা প্ল্যান ২০৭১,
- মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সকল অর্জন ও অন্যান্য।
ডিজিটাল উদ্ভাবন মেলা 2022 অনলাইন কুইজ কীভাবে নিবন্ধন করবেন | How to Registration digital innovation fair 2022 online quiz
ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনলাইন কুইজ প্রতিযোগিতা
Link: https://innovationquiz.a2i.gov.bd/
Copyright ICT Division , সকল স্বত্ব সংরক্ষিত।
কারিগরি সহযোগিতায় ICT Division.